যখনই থাকবে একা, নিজেকে লাগবে একা
মনে রেখো, তুমি যে আমার।।
যে বিরহ দাও না তুমি
যত দূরে যাও না তুমি
আমি জানি কাছেই আছো
তুমি আমি আজো একাকার
তুমি যে আমার, তুমি যে আমার…
যেখানেই যাই না আমি
যেদিকেই চাই না আমি
আমি দেখি শুধু তোমাকেই
কেউ নেই কিছু নেই আর
তুমি যে আমার, তুমি যে আমার…
সিনেমা – তুমি যে আমার
কণ্ঠ – কুমার শানু
লিরিক – পুলক বন্দ্যোপাধ্যায়
Leave a Reply