ভ্রান্তি অভিলাষ
মাসাদুল সেখ
যে আলো ছড়িলো শহর মহল সবার মাঝেতে হায়!
সকলেই তাহারে স্পর্শ করিতে ধরিতে অভিপ্রায়।
যে ফুল ফুটিল উল্লাসে তার ঝরিতে নাহি চাই,
কাহার আঘাতে ঝরিয়া পড়িবে ফুলেরই জানা নাই।
যে স্রোত ছুটিছে আপন খেয়ালে থামিতে নাহি চাই,
রহিবে জানি সে স্রোত আবার আপন ঠিকানাই।
যে পক্ষি বাঁধিল আপন গৃহ ক্লেশেরে করিয়া জয়,
পক্ষিণী বিহনে সে গৃহ যে আজ শূন্য পড়িয়া রয়!
আচ্ছা প্রিয়,একটা কথা বলি শোনো;
মাটি,বৃক্ষ এরা কত উদার! এদের
ক্লান্তি আছে, দুঃখ আছে,হেতু প্রতিবাদ নাই।
আর দেখো, যে আমার শত্রু তাঁহাকেই ভালো বাসিয়াছি,
এ আমার শরীর যা তাঁহার!
অথচ ,আমার অশ্রু সিক্ত নয়ন!
আমার ক্ষত তাজা রক্ত!
আমার ঝরা ঘামের আঘাত!
যা আঘাত নয়,যা ক্লেশ নয়,যা উপেক্ষা নয়।
এ তাঁহারই দেওয়া এক এক সব উপঢৌকন উপহার!
যে প্রেম ফুটিল আলো হাতে,রোদন করিতে জয়,
ফুলের আঘাতে সে প্ৰেম আবার দূরে সরিয়া রয়!
কাছাকাছি সব কত কথা ভাবিয়া দীর্ঘশ্বাস,
সত্য জানি কহিছে, এ সব ভ্রান্তি অভিলাষ
Leave a Reply