শ্যামকে আনো দেখি গো সখি
শ্যামকে আনো দেখি
(আমার) জীবন থাকিতে প্রাণপিয়া ললিতে
বিশাখা সখি আনো গো ডাকি।।
শয়নে স্বপনে নিশি জাগরণে,
নয়নে নয়ন রাখি
(আমি) চাতকিনীর মতো হয়ে পিপাসিত
পন্থ পানে চাইয়া গো থাকি ।।
শ্যাম বিচ্ছেদের জ্বালা সহে না অবলার,
প্রাণ কেমনে রাখি
(হায়গো) মন মোহিনী বলে তাপে অঙ্গ জ্বলে
শ্যামজল দিয়া নিভাও গো সখী।।
Sarim
Your not to be the same time as a result of a result of a result of a result of the