নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুঁয়া
মন করে তোলপাড় আমার, নিঠুয়া গো…
আমি তোমার কে, তা তো জানো না
তুমি উদাস কোনো সুর যে অচেনা
উদাসীর বাঁশি ডাকে, মেঘ চোখে বেদনা
অকালে শ্রাবণ যেন মেলেছে যে ডানা
আলেয়ার আলো জেনো সাঁজের প্রদীপ নয়
ব্যথার বিষ তুমি খাবে কেনো বলো
দুঃখের কাটা তুমি চাইবে কেনো বলো
ভুলেও সে ভুল যেন করো না গো
জীবন নিয়ে আজ এমন খেলা কেনো
কাঁদে যখন মন, কেউ তো শোনে না
ঘর বলো ওগো বাঁধবে কোথায়
লাগলো আগুন যে ভাবের চিতায়
ভালোবাসার তুমি জ্বেলো না আগুন
স্বপ্নের ছাঁই দিয়ে লিখনা মাথায়
বালির ওপর নাও চলে না তো বধুঁয়া
***
কুমার শানু, বাপ্পী লাহিড়ী, দালাল
Leave a Reply