পড়ে দুরুদ শুনি আমার নবীর শানে
ওরে আওয়াজ ধ্বনি ভেসে আমার আসে কানে।।
আমার নবীজির নাম
শুনলে জুড়ায় হৃদয়খানি
বলিস না রে থাম,
থামতে যারা বলবে আমায় জানি তারা
কাফের সব ভূবনে।।
নবীর নামের গুণেতে
পাপীগণে পায়রে মুক্তি
সকলি পাপ হতে,
তাই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সবে
সততার ধ্যানে।।
হায়রে হায় মানব জাতি
চিনিলাম না নবীজিকে
করলাম নিজের ক্ষতি,
চিনলো অজীব,পক্ষি,হাওয়া বনের হরিণ
মানুষগণ বিনে।।
রচনাকাল-১৮/০৪/১৪২৯
পূর্ববর্তী:
« প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
« প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
পরবর্তী:
পয়লা ফাল্গুনে আইলো ধলের মেলা »
পয়লা ফাল্গুনে আইলো ধলের মেলা »
Leave a Reply