নবীর নামে পড়ো দুরুদ,ওহে মুমিন মুসলমান
গাওরে মানব গাও তোমরা,রাসুল নামের শান।।
নবী মোদের ত্বরানেওয়ালা,ত্বরাবে আসলে উম্মতের নিদান
নূরে গড়া নূরানী বদন-দেখিলে জুড়াবে বুঝি এ পরাণ।।
রাসুলের নামের শান করিলে,দ্বীনের পথে চলিলে
দেখিও কত শান্তি মিলে-বেহেশত হইবে শান্তিবিধান।।
উম্মতের জন্য মদিনা শুয়ে,করেন নবীজি ক্রন্দন দান
উম্মতি উম্মতি কাঁদেন যিনি-গাও সবে তার গুণগান।।
——-
রচনাকাল-২৩ জিলহজ্জ্ব ১৪৩৮
শিবপাশা, পথেপ্রান্তে
পূর্ববর্তী:
« নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
« নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
Leave a Reply