তুমি যে হলে শ্রেষ্ঠ বাংলার কূল
এ ধরাতে তুমি এক সুগন্ধময় ফুল।
তোমারই নামে গাঁথি গো মালা
তবে এই মনে পাই আমি সুখ
ওগো শামসুল ওলামা মুর্শিদে বরহক।।
ফুল সেরা ফুল তুমি হৃদয় কাননে
কত ভ্রমর ঘুরে সেই ফুলেরই ঘ্রাণে
ও ফুলের পাগল আমি খুলে হৃদ্দচোখ।।
হাজারো ফুলের মাঝে তুমি যে শ্রেষ্ঠ
পাপেরই হা-হা-জার করে দাও পিষ্ট
নূরে যেন রাঙা তোমার নূরানী ত্বক।।
হৃদয় ছুয়ে যায় ফুলেরই ঘ্রাণে
তুমি যে সেই ফুল ত্রিলোক ভূবনে
হাজারো মানব ভিরে দেখি তোমার মুখ।।
——–
রচনাকাল-১৭ই রামাদ্বান ১৪৪৩
এপ্রিল ২০২২
গানপুর,মাঝহাটি
পূর্ববর্তী:
« তুমি যাইয়ো না যাইয়ো না রে ও প্রাণনাথ
« তুমি যাইয়ো না যাইয়ো না রে ও প্রাণনাথ
পরবর্তী:
তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল »
তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল »
Leave a Reply