আমি দিন দুখিনী গো কেমনে যাইবো মদিনা
আমি সামর্থ্য পাইনা
আমি সামর্থ্য পাই না গো।।
টাকাকড়ি নাই যে আমার নাই যে কোনো জমি
তাহার মূল্যে মদিনাতে চলে যেতাম আমি
শুনো গো কে যাও ভূস্বামী সালাম এ মোর নাওনা।।
মোহাম্মদের নামে কত তাহবিহ পড়িলাম
তবু ও এই পাপী আমি সমজিয়ে না দিলাম
পড়িলাম গো কত কালাম মদিনাতে গেলাম না।।
হাজার লক্ষ কোটি মানুষ ঐ মদিনায় ভীরে
পাক রাব্বুলে গরিব কইরা বানাইলো আমারে
বলছিলাম আশা করে পূরবে মনের বাসনা।।
বুলবুলিরে যাও রে বুঝি ঐ আরব শহরে
পৌছাইয়ো মোর সালামখানি নূর নবীর শিয়রে
কাজটি দাও না করে পুড়াও মোর বাসনা।।
যদি আমার থাকতো সামর্থ্য পুরাইতাম সব আশা
নবীর রওজায় দাঁড়াই থাকতাম না হইতাম নিরাশা
পুঁড়া কপাল দুঃখে খাসা করি সদা ভাবনা।।
পূর্ববর্তী:
« আমি তোর পীরিতের মরা
« আমি তোর পীরিতের মরা
Leave a Reply