আল্লাহ’কে হবে ভালোবাসা
নবীকে বাসলে ভালো
যে নবীর খাতিরে সৃজন সবই
চন্দ্র সুরুজ উদয় হলো।।
যে নবীর প্রেমেতে বনের হরিণ
দেওয়ানা হলো
সে নবীর নাম ধ্বনি কত যে গুণ
হে মুমিন স্বীকার করো।।
মরু সাহারা ছিল হাহাকার
বাতাস সেথায় এলো
নবীর শানে বাতাসেরা
জয়ধ্বনি করে উঠিলো।।
প্রভূ নিজে যার প্রেমে মগ্ন
তার প্রেমে মজতে কী দোষ বলো
উম্মতে হাবিব রাসুলুল্লাহ
যার শানে দ্বীন পয়দা হলো।।
পূর্ববর্তী:
« আল্লাহ রুপে হিয়ে মজে যদি দেখতে পায়
« আল্লাহ রুপে হিয়ে মজে যদি দেখতে পায়
পরবর্তী:
আল্লাহর নাম ধরো রে নাঈম ধ্যান করো তাহার »
আল্লাহর নাম ধরো রে নাঈম ধ্যান করো তাহার »
Leave a Reply