একটা মানুষ কাছে ছিল, একটা মানুষ দূরে,
আমার যত কথা ছিল বলতে যে চাই তারে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে, ভোলে না আমারে,
ভোলেনা আমারে।।
সে কি আমায় ভাবে আমার মতো করে
সে কি আমায় খোঁজে তার প্রিয় প্রহরে।।
সে কি নীরবতায় আমার প্রেমে ডুবে রয়
সে কি মনে রাখে পথে হলো পরিচয়।।
—
কথা – আহমেদ রিজভী
Leave a Reply