নাঈম কী করিবে না বিয়া রে
নাঈম কী করিবে না বিয়া
বউ হইলে হবে নীলা
আমার প্রাণের প্রিয়া রে।।
নীলা প্রেমে মজলো নাঈম
সবকিছু ছাড়িয়া
নীলা আমার ভালোবাসা
জীবনের মোহনা রে।।
অপরুপ মধুময় নীলা
রুপ তাহার দেখিয়া
আউলা নাঈম হইছে বাউলা
সকলি ছাড়িয়া রে।।
অভিমানী নয়রে নীলা
ভালো তাহার হিয়া
আপন বলে নেবে কাছে
দূরে না ফেলিয়া রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
যাক জীবন চলিয়া
নীলার জন্য না হয় আমি
যাব মরিয়া রে।।
পূর্ববর্তী:
« নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাবো আমরা বাইয়া
« নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাবো আমরা বাইয়া
পরবর্তী:
নাঈম কুলনাশা হইলো গো নীলার কারণে »
নাঈম কুলনাশা হইলো গো নীলার কারণে »
Leave a Reply