যে বানাইলো রঙুরখানা,
আমি সেথার ধার ধারিনা
এ কথা বললে হবে না।।
রঙুরখানা সবার প্রয়োজন
অস্বীকার করিবে কোনজন
মিছা যে তার সাধন ভজন
কাজে লাগবে না।।
দেহ চলে রঙুরখানার তরে
সত্য সবই ভেবে দেখ না রে
করিতেছ কাম ফকিরে
তা তো মিথ্যা না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
রঙ্গুরখানার কথা নিয়া
না বুঝিলে আস মিয়া
বুঝাইতে দ্বিধা করি না।।
পূর্ববর্তী:
« যে বানাইছে অমন খেলার ঘর
« যে বানাইছে অমন খেলার ঘর
পরবর্তী:
যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো »
যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো »
Leave a Reply