মোর ভজন হলো
আপন চেনা না হলো
পড়িলাম রে মিছে মায়াতে
জানি না কী হলো কায়াতে।।
কিবা কামে আইলাম ভবে
সবই ভূলে গেলাম
ভবের মায়ায় মত্ত্ব রইয়া
সকলি হারাইলাম রে।।
সুখের আশা করেছিলাম
সুখ তো পেলাম না
শুধু সহে গেলাম ভবে
দুঃখ আর যাতনা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ধরলো অঙ্গে ঘুনে
জ্বলে জ্বলে দ্বিগুণ জ্বলে
আমার মনমোহনে।।
পূর্ববর্তী:
« মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
« মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
পরবর্তী:
মোর ভবের কাম কী না হইলো রে জানা »
মোর ভবের কাম কী না হইলো রে জানা »
Leave a Reply