মানুষ দেখি চতুর্ধারে,
মানুষ কোথায় পাইরে
ও আমি – খাঁটি মানুষ কোথায় পাব রে।।
দুর্নীতি রাজনীতি করে
নেতা দেখি ঘরে ঘরে
বাপে পুতে বায়াপ করে
গাঞ্জা মিলে খায় রে
মানুষ মিলা বড় দায় রে।।
যায় কী তা মুখে বলা
কত বোন মান হারাইলা
মা জাতির যে মান লুম্পিলা
কোন অত্যাচারে
মানুষ মিলা বড় দায় রে।।
হাত পায়ে মানুষ হলে
চোখে কেবল মন্দ দেখলে
ভালো কর্ম কোথায় গেলে
পাবে তা ভাবলে না রে
মানুষ মিলা বড় দায় রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
হাত পা নিয়ে জন্ম নিয়া
ভবেতে কেবল আসিয়া
মানুষ হওয়া যায়না রে
মানুষ মিলা বড় দায় রে।।
পরবর্তী:
মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন »
মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন »
Leave a Reply