ও মন জীবন প্রদিব নীভু নীভু
চেয়ে দেখ না
জগতের মায়ায় পইড়া
আসল কর্ম ছেড়ে দিও না।।
না বুঝিলে কী বা উদ্দেশ
আসলে মানতে কার উপদেশ
থাকিতে নাকেতে নিশ্বেস
আল্লাহর নাম ভূলিও না।।
এ জগত মায়ায় ভরা
বুঝিস না কেন ছন্নছাড়া
আমিত্বে আমি তো গড়া
এখানে তো চলবে না।।
পড়িলে কালের ঘোরে
কে বল ত্বরাবে তোরে
থাকলে রে তুই হুশিয়ারে
প্যাঁচে পড়বি না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
এ জগত মায়া ভূলিয়া
পরলোকের ভাবনা লইয়া
জীবন তোমার কাটাও না।।
পূর্ববর্তী:
« ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
« ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
পরবর্তী:
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি »
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি »
Leave a Reply