মানব জমিন রইলো পড়ে
ও মন ফসল ফলাও না
ফসল ফলাইলে ফলিতো রে
ফসল ফলাইলে ফলিতো।।
এ ফসলের দাম যে কভূ
যায় না কিছুতে বলা
যে ফলাইলো এমন ফসল
পাইলো কাঞ্চাসোনা
এ ফসল ফলনধারি
পায় মূল্য ভূরি ভূরি
হয়না তুল্য কিছু তার মতো।।
ফসল ফলন হইতে গেলে
কৃষকের হয় দরকার
কৃষক বুঝে হয়রে ফলন
এটাই তো কারবার
চেষ্টা বিনে ফসল হয়না
তবু ও চেষ্টা ছেড় না
চেষ্টা করে যাও হাজার শতো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মানব দেখ বুঝিয়া রে
আপন চেষ্টায় হয়রে সবই
ভাঙবে কেমন করে
করো কষ্ট হবে জয়
বলেছেন প্রভূ দয়াময়
তাহার তরে শীর করো নতো।।
পূর্ববর্তী:
« মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
« মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
Leave a Reply