মোর ভবের কাম কী
না হইলো রে জানা
কী উদ্দেশ্যে আসলাম ভবে
বুঝতে পারলাম না।।
কেবা মোরে পাঠালো ভবে
কী তার নির্দেশনা
না মানিয়া সাজলাম আমি
ইহলোকের এক কানা।।
বুঝিলাম না কী মোর ভালো
কিসে আছে মানা
জানলে ভবের বেড়াজালে
আমি ঠেকিতাম।।
বৃথা কাজে মনা আমার
ভূলিয়ে রাখতাম না
যদি জানতাম কী উদ্দেশ্যে
পাঠাইলেন রাব্বানা।।
নাঈম এখন বুঝতে পারলো
দয়ালের উদ্দেশ্যখানা
তাহার নামে তাইতো করলো
দ্বীনের বন্দনা।।
পূর্ববর্তী:
« মোর ভজন হলো আপন চেনা না হলো
« মোর ভজন হলো আপন চেনা না হলো
পরবর্তী:
মোরে উড়াইয়া দিল বন্ধে গুড্ডি বানাইয়া »
মোরে উড়াইয়া দিল বন্ধে গুড্ডি বানাইয়া »
Leave a Reply