হয়রানি হইলাম গো আমি খোদার সন্ধানে
দেখি খোদায় টলমলায় মানব বাগানে।।
দেখেছি দেখেছি খুঁজে দেখেছি বৃন্দাবনে
নাইকো খোদা কাশি গয়ায় মানব বিনে।।
প্রসাদ দিয়াছে হিন্দু মাতা দেবতার সামনে
মানবে খায় খোদার নাম গায় মানবতার গুণে।।
মসজিদে ঢের শিরনী পোলাও খায় না প্রভূ কেনে
মানুষে খায় প্রভূ খুশি হয়ে যায় কোন কারণে।।
বুঝিলো না নাঈম মিয়া হয় তাহা কেমনে
খোদা নিজে হোন বিরাজ মানব মনমোহনে।।
পূর্ববর্তী:
« হের না হের না সখীরে হের নয়ন ভরি
« হের না হের না সখীরে হের নয়ন ভরি
Leave a Reply