মুমিন তোর নামাজ হলো না
জায়নামাজ বিছাইয়া নিলে,পবিত্র হলে না।।
জায়নামাজে সজিদা দিলে
নামাজ হবে কে তা বলে
হৃদয় জায়নামাজ বিছালে
ভূল তো হতো না।।
নামাজ ঘরে চিন্তা কত
করে যাওরে অবিরত
প্রভূর তরে শীর না নত
করলে ও মনা।।
দেল জায়নামাজ বিছাইয়া
হৃদয়খান সঁপেদ করিয়া
পড় নামাজ ওরে মুমিন
পুড়বে তোয় বাসনা।।
নাঈমের কী নামাজ হলো
মাটিতে না সিজদা দিল
শ্রীচরণে শীর ঠেকালো
করলো ব্যঞ্জনা।।
পূর্ববর্তী:
« মুজিব বাবা ভান্ডারি তুমি দয়ার কান্ডারি গো
« মুজিব বাবা ভান্ডারি তুমি দয়ার কান্ডারি গো
পরবর্তী:
মুমিন মুসলমান দেখ রে এক পথ »
মুমিন মুসলমান দেখ রে এক পথ »
Leave a Reply