মওলা সাধ কী পুরাইবো না
আর কী আসিবো না
মানব জনম আমি লইয়া
আফসোস মিঠিলো না রে…
মানব জনমের আফসোস মিঠিলো না।।
এ জনমের স্বজন পড়শি
তাদের সাথে দিবানিশি
থাকলাম পড়লাম করলাম হাসি
কত মধুর বন্দনা।।
বউ পেলাম, স্বজন পেলাম
বড় দালানকোঠা গড়লাম
ভবের মায়ায় পড়ে গেলাম
ছাড়তে ইচ্ছে হয় না।।
নাঈম কয় জীবন সার্থক হতো
যদি মানব জনম আবার হতো
খেলেছি হেসেছি কত
তবু কাটেনি বাসনা।।
পূর্ববর্তী:
« মওলা যে বাউলা করিলো বাউলা উজল রুপ দেখাইয়া
« মওলা যে বাউলা করিলো বাউলা উজল রুপ দেখাইয়া
পরবর্তী:
মদন দিছে সাইকেল বানাইয়া দুই চাকা দিয়া »
মদন দিছে সাইকেল বানাইয়া দুই চাকা দিয়া »
Leave a Reply