আসিলাম ভবেতে বাধিলাম মায়াতে
পেয়েছি কতজন আপনা
যাবার বেলায় কেউ পাবে না।।
আসিয়াছ একা একা
যাবার বেলায় যাবে একা
মধ্যে যাহা হইছে দেখা
কিছুই তোমার না।।
বাধিলে নীড় মায়ার সংসার
করো কেবল আমার আমার
সকলি দয়াময় আল্লাহর
তাহা কী জানো না।।
আসার বেলায় আসলে কেঁদে
যাবার বেলা কাঁদাইয়া যাবে
কতজন আফসোস করিবে
কেউ নাহি তোর আপনা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মিছা মায়ায় দিন কাটাইয়া
কী পাহিলে মনু মিয়া
বলে দাও না।।
পূর্ববর্তী:
« আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
« আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
পরবর্তী:
আসিলে সমন, শরীরের শক্তি তখন »
আসিলে সমন, শরীরের শক্তি তখন »
Leave a Reply