আর কী গো মোর মানব জীবন হবে
এ জনমে মিঠলো না সাধ
সাধ পুড়াতাম তবে।।
সর্বশ্রেষ্ঠ মানব জাতি
নাই তাতে ত্রুটি বিচ্যুতি
আছে ভালোবাসা প্রীতি
সোনার এই ভবে।।
মানবে মানবে মিলন
হয়রে মানব প্রজনন
গড়িতেছে সুখের ভূবন
দেখিরে সবে।।
আমি কী মানব ছুরতে
আর আসিবো ভূবনেতে
হয় না পূরণ আশা এক জনমেতে
আরেক জনম মোর লাগবে।।
দয়াময়ের আশায় চাইয়া
রইলাম অপার হাত তুলিয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
সেই নছিব কী হবে।।
পূর্ববর্তী:
« আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে
« আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে
পরবর্তী:
আর কী হবে রে সাধের জনম আমার »
আর কী হবে রে সাধের জনম আমার »
Leave a Reply