কে তোরা যাবি পারে
লয়ে যা মোরে গুণধনি
কে তোরা যাবি পারে।।
মোর সম্বল নাইতো কিছু
কাটলো জীবন মিছুমিছু
শীর আজ হয়েছে নীচু
বলি কাহার ধারে।।
নাই মোর কোনো গতি
না বুঝিলাম মারফতি
কুলমান সকলি জাতি
ঠেকেছি নগরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দয়াল নামের ভব দরিয়া
যদি গো যাই পার হইয়া
শান্তি পাই অন্তরে।।
পূর্ববর্তী:
« কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বল না
« কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বল না
Leave a Reply