পাগলামি করে মোর পাগল মন
হৃদ মসজিদে খুঁজতে থাকে
কোথায় নিরঞ্জন।।
বাস্তব চক্ষে চাইয়া চাইয়া
খুঁজলো মসজিদ মন্দির গিয়া
নাই বাকি কাশি গয়া
না পাইলাম দরশন।।
করজোড়ে ডাকলে পরে
তবুও সে আসে না রে
ভক্তগণের বাস্তব নজরে
আসার বিধান নাই কখন।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দেখবে তারে জ্ঞান চক্ষু দিয়া
যদি রে দেখ খুঁজিয়া
হৃদয়ের গহন।।
পূর্ববর্তী:
« পাগলা নাও লইয়া যাওরে মন মাঝি তীরের দিকে দিকে
« পাগলা নাও লইয়া যাওরে মন মাঝি তীরের দিকে দিকে
পরবর্তী:
পাগলের খুঁজরে বাজার খুঁজরে প্রফুল্ল বদনে »
পাগলের খুঁজরে বাজার খুঁজরে প্রফুল্ল বদনে »
Leave a Reply