ধর্মাধর্ম সদা চিনলে হইলে তার কয়েদি
হইতি মানুষ গিয়া মানুষ ভজতি যদি।।
সর্বশ্রেষ্ঠ মানুষ জাতি
আল কোরআনে প্রমাণাদি
রাখো ভালোবাসা প্রীতি
মানুষে মানুষের প্রতি।।
আসিয়াছ মানুষ জেতে
মানুষ তব পিতেমাতে
যাও তার চরণ ভজিতে
এইতো মূল নিধি।।
প্রাণ লয়ে প্রাণী হলে
মন নিয়ে মানুষ হলে
মানুষ হয়ে মানুষ ভজলে
খুঁজে পাবি দয়াল বিধি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ক্ষ্যাপা মন না বুঝিয়া
অমানুষের রুপ ধরিয়া
মানুষ জনমের হইলে বাদি।।
পূর্ববর্তী:
« ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা
« ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা
পরবর্তী:
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার »
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার »
Leave a Reply