দেহতত্ত্বের খবর কেউ
কইয়ো না রে ভাই
জামানাতে আস্তিক নয়
নাস্তিক কইবে তোমায়।।
জেতের কলে তালা দিয়া
রইয়ো না রে তুমি পড়িয়া
ধর্মাধর্ম লও টানিয়া
নাইতো আর উপায়।।
নববধু বরের মিলনক
ইয়ো না তাদেরকে কখন
নয় মুসলিম নয় তুমি যবন
কলঙ্ক দিবে তোমায়।।
ধর্মীয় এক ভন্ডদলে
ধর্মাধর্ম সদা বলে
তারা নাহি মেনে চলে
ধর্মের নামে দোষ রটায়।।
এক আল্লাহ এক ইশ্বর জানি
মানবধর্ম শ্রেষ্ঠ মানি
নবী রাসুলের পন্থ ধরি
কয় ভেবে নাঈম মিয়ায়।।
পূর্ববর্তী:
« দেহ মাঝে রয় না পাখি
« দেহ মাঝে রয় না পাখি
পরবর্তী:
দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা »
দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা »
Leave a Reply