ফুল থেকে ফল নাম পরিচয় পায়
ও ভাই বলি রে তোমায়।।
এখন কেনে আলাবুলা
প্রশ্ন করে কানাইউল্লা
চন্দ্র গায় কলঙ্ক এলো
দোষ তাহার কোথায়।।
বলি তোকে ওরে কানাই
এত কেন যাচাই বাছাই
বউয়েরে গে ডাকিলে মাই
সমাধান সব পাওয়া যায়।।
দাদার ঘরে পুত্র হলো
ফুলে কী এ জাত মিলালো
বউ বাসরে শ্বশুর এলো
কে তারে বোঝায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ঐ ফুলের আসল রুপ দেখিয়া
গেল গায় কলঙ্ক লাগিয়া
বউয়ের ঘরে মোর জন্ম পায়।।
পূর্ববর্তী:
« ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
« ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
Leave a Reply