চাতকে বরিষণ চায়
কবে হয়রে বরিষণ রইলো অপেক্ষায়।।
চাতকির তিন মৃণালে,
আসে রে জগতের কূলে
চাতকে জল পাহিলে
তবে রে জগত ভরায়।।
চাতকের জলরাশি
নেয় চাতকি হাসি হাসি
তবেই আসে সুখ বিলাসি
যখনি সময় ঘনায়।।
অমাবস্যা কী, কী পূর্ণিমা রাত
কী বা সোম কী বুধ প্রভাত
ওরে আসিতে না লাগে জাত
যদি মানব হওয়া যায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বিভূল না হও পরশিয়া
ওরে কূলতত্ত্ব দেখ করিয়া
কী শেষে মিলায়।।
Leave a Reply