মানুষে খুঁজিলে ক্ষ্যাপা
মানুষ ভজিতে পারলে
ও ওরে মানুষ তুই গণ্যে হলে।।
মানুষ হয়ে ভজরে মানুষ
থাকিয়া সর্বদা হুশ
যাসনে মনা হইয়া বেহুশ
পড়বি ঘোর জঞ্জালে।।
মানুষেতে ভবের খবর
করিতেছেন সাঁই সুরাসুর
জলদি গিয়ে মানুষ ধর
সোনার মানুষ হতে হলে।।
গুরু রুপ মানুষের তরে
জলদি গিয়া খোঁজ গিয়া রে
দেখিতে পাবি তারে
রয় সে হক উজলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মন রে আমার না বুঝিয়া
মানুষ চরন না ভজিয়া
মানুষ হতে চাইলে।।
পূর্ববর্তী:
« মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
« মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
পরবর্তী:
মানুষে মানুষ চিনে গায় মানুষের গান »
মানুষে মানুষ চিনে গায় মানুষের গান »
Leave a Reply