পাগলের খুঁজরে বাজার
খুঁজরে প্রফুল্ল বদনে
অসময়ে পাবি নে তা
খুঁজলে ক্ষ্যাপা আনমনে।।
যেখানে তোর সরাইখানা
সেখানেতে সাঁই রাব্বানা
করিলে রাসুল ব্যঞ্জনা
খুঁজে পাবি সেখানে।।
আসিলে ঘোর অমানিশা
খেলিতে হয় প্রেম পাশা
একই সুতায় বেধে বাসা
থাকিস আত্ম সন্ধানে।।
মনখানি করিয়া সঁপেদ
বুঝিতে হয় পাগলের ভেদ
ক্বলবে ধরিয়া ছেদ
নাঈমে রয় উর্ধ্বমগ্নে।।
পূর্ববর্তী:
« পাগলামি করে মোর পাগল মন
« পাগলামি করে মোর পাগল মন
পরবর্তী:
পাপীর আশা পুরাইবায় নি তুমি »
পাপীর আশা পুরাইবায় নি তুমি »
Leave a Reply