দিব্যজ্ঞান থাকিলেই জ্ঞানী হবি না
সে জ্ঞানে যদি না করিস
সাঁইয়ের ভজনা।।
একেতে মাবুদের দরবার
সেখানেই রাসুলের কারবার
জনগম মুর্শিদের বাজার
অন্তরেই করে দেখ না।।
দিব্যজ্ঞান যার মাঝে আছে
সেইতো সন্ধান করেছে
সাধের জনম আমার মিছে
আমি হীনা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আমার আমি হইয়া
পরারে আপন করিয়া
দিন কাটাইয়া দেখ না।।
পূর্ববর্তী:
« দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান
« দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান
পরবর্তী:
দিব্যজ্ঞানের কারবার এ কি দেখিতে পাই »
দিব্যজ্ঞানের কারবার এ কি দেখিতে পাই »
Leave a Reply