মনুষ্যত্ব যার মাঝেতে
রয় রে আত্মধ্যানে
অন্য কিছু না মানে সে – মানুষ বিনে।।
মসজিদ মন্দির আর
ভিতরে গির্জা প্যসগোডার
যেতে হয় না তাহার
মানুষ যদি রয় সামনে।।
করে মূরতি মান্য
মানুষেই প্রভূ নগন্য
কোরআন গীতা করো মান্য
রাখো হৃদ কোণে।।
যে মেনেছে সাঁই নিরঞ্জন
মানুষে করেছে গমন
উজালা নাঈমের মন
জানেরে সত্য জানে।।
পূর্ববর্তী:
« মনুষত্ব পাইতে হলে জোর রাখতে হয় হৃদে বলে
« মনুষত্ব পাইতে হলে জোর রাখতে হয় হৃদে বলে
পরবর্তী:
মনে তোরে চায় রে বন্ধু প্রাণে তোরে চায় »
মনে তোরে চায় রে বন্ধু প্রাণে তোরে চায় »
Leave a Reply