তরুলতা আছে যেমন বৃক্ষ মাঝে
মানুষে মানুষ গাঁথা,দেখ না ভজে
ওরে মন তুই… দেখ না ভজে।।
মানুষে সাঁইর বরামখানা
অন্ধেরা খুঁজে পায়না
মৃনালে পয়গম্বর বেনা
সয়ালে মুর্শিদ নিজে।।
দেখিনু মানব সত্য সার
দয়াময় করুনা অপার
চলো পথ মানব ইহায়
নিষ্ঠায় পথ খুঁজে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ফ্যাকাসে হৃদয় ছ্যাদিয়া
ক্ষ্যাপা মন দে ছাড়িয়া
মানব পথে গুঁজে।।
পূর্ববর্তী:
« তরুমুলে শ্যামরূপ হেরিলাম তরুমুলে
« তরুমুলে শ্যামরূপ হেরিলাম তরুমুলে
Leave a Reply