দিব্যজ্ঞানের কারবার এ কি দেখিতে পাই
সয়ালে নিদয়ার খাসা,জন ভজনা নাই।।
যে জ্ঞানে রয় মাতৃসত্য, সে হয়েছে পীর ভক্ত
ভবিষ্যৎ আত্মসিক্ত,করিয়া সে হৃদয়ে ঠাঁই।।
নিজ কে তো নয়,পর টেনে লয়
জনজীবন কাছেতে লয়,তুলনা যার নাই।।
কয় ভাবিয়া নাঈম মিয়া, হৃদয় দেখ ছেদ করিয়া
পর নিলে আপন করিয়া,পরকালেতে নাই ভয়।।
পূর্ববর্তী:
« দিব্যজ্ঞান থাকিলেই জ্ঞানী হবি না
« দিব্যজ্ঞান থাকিলেই জ্ঞানী হবি না
পরবর্তী:
দিরাই থানায় বসত করি হাওর এলাকায় »
দিরাই থানায় বসত করি হাওর এলাকায় »
Leave a Reply