ভাটিয়ালি গান গাই আমি
গাই গান আমি একতারা লয়ে,
ডাকি প্রাণবন্ধুরে আমি গো
আনিতে তাহারে ফিরায়ে।।
পল্লি মাঝি কোথায় যাও তুমি
যাওনা আমার চিঠিখানি নিয়ে
পাও যদি মোর প্রাণবন্ধুরে
দিও তারে চিঠি দিয়ে।।
কেমন আছে প্রাণবন্ধু মোর
বৈদেশেতে চলে গিয়ে
বন্ধু গেল কান্দাইলো আমায়
দিল বিরহে রাঙিয়ে।।
নয়নের জল যায়রে মাঝি
যায় অভিরাম ভাসিয়ে
কত আর ফেলিবো জল আমি
দুঃখ কার কাছে কই গিয়ে।।
বন্ধুর আশায় যায়রে মাঝি
বেলা কাল মোর গুহাইয়ে
মাঝি তুমি কইয়ো তারে
আমায় যায় যেন দেখিয়ে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দুঃখের ভাগিদার হইয়ে
মিনতি মোর কইয়ো মাঝি
দিও বন্ধুর কাছে পৌঁছায়ে।।
পূর্ববর্তী:
« ভাটির চিঠি
« ভাটির চিঠি
পরবর্তী:
ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি »
ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি »
Leave a Reply