আমি ভাটি বাংলর ছেলে,
একতারা লই হাতে মোর-
গান গায় মন বাউলে।।
মৎস্য খেলা দেয় হোলা ভাসে জারমুনি দলে
তৃপ্তি ওরে যায় মেটে চেয়ে ভাটি বাংলার জলে।।
সবুজ গাছে ভীষণ নাচে মলয় সমীর এলে
সুমধুর ঐ মিষ্টি রোদে ভাটির ছেলে মেয়ে খেলে।।
ভাটির কৃষক শুকায় ধান হালকা বাতাস মিষ্টি রোদ এলে
ভাটির বধূর কাঁখে কলসি-আনে জল,ঢেকে মুখ আঁচলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া-যাই ভাটির গান গাহিয়া
ভাটি বাংলার রুপ দেখিয়া,নয়ন না কার ভুলে।।
পূর্ববর্তী:
« আমি ভাকি কাতরে প্রাণ গৌর আইস আসরে
« আমি ভাকি কাতরে প্রাণ গৌর আইস আসরে
পরবর্তী:
আমি মইলে কি লাভ তোর বন্ধুয়ারে »
আমি মইলে কি লাভ তোর বন্ধুয়ারে »
Leave a Reply