আসিলেন নবী ঈসা বনু ইস্রাইলে
নবুয়তি কিতাবধারি
প্রাপ্ত হোন ইনজিলে।।
নবী ঈসার নাই তুলনা
স্রষ্টা তারে দেন মুজিজা
মৃতকে জিবীত করেন
অহংকারীকে দেন সাজা
উপাধি তার ইবনে মসীহ, নবী ও রাসুলে।।
আসবেন তিনি বিশ্বে আবার
মোহম্মাদের উম্মতে
মাতৃভক্তি ছিল অতি
ছিল আল্লাহর প্রতিতে
সৎ মহৎ ঈসা কথা, উল্লেখ আল কোরআনুলে।।
তার কথা মানলো না যারা
পাক দুনিয়ার বুকেতে
দগ্ধ অনলে পুড়িবে তারা
কাল হাশরেতে
ধন্য হতাম হে ঈসা নবী, নাঈম আপনায় দেখিলে।।
পূর্ববর্তী:
« আসিলে সমন, শরীরের শক্তি তখন
« আসিলে সমন, শরীরের শক্তি তখন
পরবর্তী:
আসিলো না মোর বন্ধু শীতের কেঁথা »
আসিলো না মোর বন্ধু শীতের কেঁথা »
Leave a Reply