বানু সোনারে ও বানু সোনা রে
আমার কথা লও বিশ্বাস করে
চক্ষু মেইল্যা দেইখ
তোমার ঘরে উন্দুর দৌড়ে।।
এমন উন্দুর ঘরে তোমার
সব কাটিতে পারে
কাটবে যখন সকল কিছু
শুধাইবায় গে কারে।।
কেথা বালিশ কাপড় চোপড়
আনাইজ পাতি ধরে
সকল কিছু কাটবে উন্দুর
দুঃখ সইবে না রে।।
কিলান একটা বিলাই আনলায়
উন্দুর দেখলে পরে
নিজে গিয়া লুকাইয়া যায়
উগারের ভিতরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ঠের পাহিবায় পরে
উন্দুরউল্লায় কাইটা যখন
হকলা বিনাশ করে।।
পূর্ববর্তী:
« বাদলা দিনের পাগলা হাওয়া
« বাদলা দিনের পাগলা হাওয়া
পরবর্তী:
বাপের গুতে গেছে না যে ইশকুলের বারান্দায় »
বাপের গুতে গেছে না যে ইশকুলের বারান্দায় »
Leave a Reply