চাল চাইন্দা বেলা বাইন্ধা
ভাত রাইন্দা রে
থুইলাম আমি ডেগর ভিতরে
হগল্লা ভাত করলা নষ্ট
দুষ্ট সব উন্দুরে।।
বিলাই আনলাম মারতা উন্দুর
বিষম যতন করে
উল্ঠো দেখি মিইল্যা জিইল্যা
আমার ক্ষতি করে।।
বিলাই বেটায় হারা জীবন
দেখি উন্দুর মারে
যুগের বাড়ে আইজকা দেখি
দুজন বায়াপ করে।।
শত্রু শত্রু বন্ধু হয়
কথা তো ভূল নয় রে
হাতি পড়লে গাদার মাইঝে
চামচিকায় খুব বাড়ে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
চিইন্যা লও তাহারে
নিজের ঘরে খাইয়া যেজন
শিকার খুইজ্যা ঘুরে।।
পূর্ববর্তী:
« চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে
« চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে
পরবর্তী:
চাল ছানিত্ কামলা চাচা দিলায় না »
চাল ছানিত্ কামলা চাচা দিলায় না »
Leave a Reply