রঙের কানা রঙের কানা রে
রঙ রঙে চারদিক ঝলমল করে
দেখিতে না পাও যে তাহা
চমকে চুটক মারে।।
কিবা রঙে রাঙা দিক
কানায় কী গো ধরে
অশান্তের রঙ লাগলো এবার
কানার চারিধারে।।
অনেক কানার জ্ঞান রয়েছে
সব বুঝিতে পারে
কানার ঘরে তাইতো তখন
ভালো সন্তান জন্ম করে।।
কত কানা পথ ভূলে যায়
হাটে লাটি ধরে
অনেক কানায় হাটতে পারে
লাটি না ভর করে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
সেই বুঝিতে পারে
কানার হইয়া যেজন সদা
আলো ধরতে পারে।।
পূর্ববর্তী:
« রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
« রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
পরবর্তী:
রঙের ঘোড়া রঙের ঘোড়া রে »
রঙের ঘোড়া রঙের ঘোড়া রে »
Leave a Reply