আমি বুঝি না এ কেমন কানা রে
ছয় কানা যে জনম নিল
এক কানার ঘরে।।
জগত কানা হইলো রে তার
থাকে অন্ধকারে
কানায় তো না দেখে কিছু
আছাড় খাইয়া পরে।।
হরেক রকম কানা আছে
কতই না রুপ ধরে
কেউ বা হাটে লাটি হাতে
কেউ বা হুশিয়ারে।।
নাঈম ভবে কানা একজন
দেখতে নাহি পারে
তোমরা সবাই পড়ে রইলে
বিশাল অন্ধকারে।।
পূর্ববর্তী:
« আমি বিনয় করি বলি রে শুক পাখিয়া
« আমি বিনয় করি বলি রে শুক পাখিয়া
পরবর্তী:
আমি ভবের কানা হইলাম রে »
আমি ভবের কানা হইলাম রে »
Leave a Reply