তোমায় আমি ডাকি কাতরে
উদ্ধার করো আমারে
তোমায় আমি ডাকি কাতরে।।
তুমি আমার নিদান সাথি
আঁধার ঘরের তুমি বাঁতি
থাইকো আমার চৌতঙ্গিতে
বলি দয়াল হাহাজারে।।
তোমার নামটি এই মনেতে
সর্বদা চাই আমার পাশেতে
দয়াল জেনে তোমায় আমি
রাখছি মন ভিতরে।।
তুমি দয়াল তুমি মালিক
তুমি যে সদা অলৌকিক
এই নাঈমে চায় দয়া ভিখ
পারলে দিও কাঙ্গালেরে।।
পূর্ববর্তী:
« তোমারি মহিমা বুঝিতে এ সংসারেতে কে আছে এমনি
« তোমারি মহিমা বুঝিতে এ সংসারেতে কে আছে এমনি
Leave a Reply