তুমি আছ বিশ্বমাঝে
তুমি মন আবেগি
আমি তোমার প্রেমের পাগল
সাধারণ এক বৈরাগী।।
কতজনার স্ফূর্তি ভরা
ভরা কত ধনে
সুখ পায় না সে খুঁজ করিয়া
মরে তনুমনে
বন্ধু তোমার প্রেমের পাগল
আমি প্রেম অনুরাগী।।
প্রেমের সখা কতজনে
খুঁইজা বেড়াইতেছে
আসল প্রেমিক পায় না খুঁজে
অন্ধ হইয়াছে
পেয়েছি আমি বন্ধু তোমায়
হইয়াছি এক ভাগ্যি।।
কত প্রেমিক তোমায় ভূলে
খুঁজছে অন্য প্রেমিক
আমি প্রেমিক তোমার পাগল
কেউ নাই তোমার শরিক
তোমার নামে এই নাঈমে
সেজেছে এক প্রেম রোগী।।
পূর্ববর্তী:
« তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইল কালো
« তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইল কালো
পরবর্তী:
তুমি আমার প্রাণসখা »
তুমি আমার প্রাণসখা »
Leave a Reply