কেন পাঠাইলা মোরে
তিন দিনের জিন্দিগায়
যেখানেতে রেওয়াজ ছাড়া
অগ্নিধারা গান গায়।।
আমি জানি না প্রভূ
কেমনে তোমায় ডাকতে হয়
নিজের মতো ডাকি তোমায়
তাহা আমার সম্ভল হয়
সু শিক্ষার মাথা টেকাই
তব কুদরত চরণ ধুলায়।।
কেমনে কলম ধরে
আমি ধরতে জানি না
তবুও যাই লিখে
করি তোমার গঞ্জনা
ধন্য হইবো দয়াল আমি
যদি গো সেবি তোমায়।।
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে
ঘটায় প্রাণহানি
আমার অঙ্গে প্রেম বিলাসে
করে হানাহানি
রহমত তুমি করো দিদার
আমি অধম অসহায়।।
কতজনার দালানকোঠা
বড় বড় আলমারি
নাঈম বলে চাই না কিছু
মিছা বাড়াবাড়ি
আমি শুধু ডাকিতে চাই
প্রভূ সর্বদা তোমায়।।
পূর্ববর্তী:
« কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা
« কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা
পরবর্তী:
কেন মন মজিলে রে মিছা মায়ায় »
কেন মন মজিলে রে মিছা মায়ায় »
Leave a Reply