ওগো রাহমানুর রাহিম
পরওয়ারদিগার
তুমি যে সদা অলৌকিক
আমি পাপীদার।।
তুমি হলে সর্বদ্রষ্টা
তুমি হলে দয়াদার
নিদান কালে এই পাপী রে
কইরো তুমি উদ্ধার।।
জগতে সকল আছে যাহা
সবই তোমার এক্তিয়ার
তুমি বাঁচাও তুমি মারো
সহায় হও আমার।।
এই নাঈমে ঠেকলে পরে
পানা চাই তোমার
আপন জানিও মোরে
না করিও অসার।।
পূর্ববর্তী:
« ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে
« ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে
পরবর্তী:
ওগো শাহপরান আউলিয়া এই দেশে আসিলায় »
ওগো শাহপরান আউলিয়া এই দেশে আসিলায় »
Leave a Reply