ওহে জাত বাঙালি রে
শুনো মানবগণ
স্বাধীনভাবে পথ চালাব
বিনা শাসন শোষণ।।
আছে কত চেয়ারম্যান মেম্বার
গেরাম মাতব্বর
ধর্ম বর্ণ নির্বিশেষে
কামার কুমার কৃষক মজুর
মিলেমিশে হেসে খেলে
করবো জীবন যাপন।।
আছে হিন্দু মুসলিম
বৌদ্ধ ও খ্রিস্টান
কারোর মসজিদ মন্দির প্যাগোডা
কেউ করে গির্জা নির্মাণ
শত হোক ভিন্ন ডাকে
বাংলায় করে বরণ।।
নাঈম বলে জাত ভেদাভেদ
নাহি মানি ভাই
আমরা সবাই মানব জাতি
একই সবার সাঁই
কেউ নামাজে কেউবা পূজোয়
করি তাহার স্মরণ।।
পূর্ববর্তী:
« ওহে কৃষ্ণ গুণমণি মোর প্রতি দয়া ধর জানি অভাগিনী
« ওহে কৃষ্ণ গুণমণি মোর প্রতি দয়া ধর জানি অভাগিনী
Leave a Reply