আমি বাংলার সন্তান রে ভাই গাই বাংলার গান
বাংলা আমার জীবন মরন বাংলা আমার প্রাণ।।
বাংলা আমার মা জননী
বাংলা আমার সোনার খনি
হইলাম তনুমনে ধনী
জন্মেছি বাংলায়।
দেখিলো যে বাংলার রুপ
নাই তাহার কোন দুখ
শ্যামল প্রভাব বিলায় রে সুখ
সুখ আমার জান।।
আমি বাংলা মায়ের ছেলে
বলতে পারি বুক ফুলে
থাকবো বাংলা মায়ের কোলে
শয়ন নিদ্রায়।
বাংলা মায়ের আঁচলতলে
সোনা রোদে নাচন তুলে
সোনার দেশের পাখির সুরে
ভরলো দুনো কান।।
কচি ঘাসে শিশির ভাসে
মায়ের মুখে হাসি রাশে
দেখি মা যে সাধুবেশে
ডাকে খোকা আয়।
মায়ের রুপ যবে হেরি
বলি মা আমি তোরই
বাংলায় আছি বাংলায় মরি
এই নাঈমের স্লোগান।।
পূর্ববর্তী:
« আমি বাংলা মায়ের ছেলে
« আমি বাংলা মায়ের ছেলে
পরবর্তী:
আমি বিনয় করি বলি রে শুক পাখিয়া »
আমি বিনয় করি বলি রে শুক পাখিয়া »
Leave a Reply