ভাটি বাংলার লোকসমাজে রাস্তাঘাট চায়
নৌকার নাই চলাচল হাওর ভরা জল
চলা যায় না সুবিধায়।।
বাজার হাটের নাই সুবিধা
ঘরেতে তারকারি নাই
কেমন করে যাই বাজারে
ঘুরতে ঘুরতে দিন যায়
গণমানুষে দাবি জানায়
চলিতে রাস্তায়।।
কাজে কর্মে যাওয়া যায় না
বরিষণ কাল এলে
বন্যার তান্ডব শুরু হয়
জলে জোয়ার দিলে
কাজে যায়না কেউ নৌকা পায়না
ঘরে বসে দিন কাটায়।।
ভাটি বাংলার লোকসমাজে
থাকলে রাস্তার মেরামত
নাঈম বলে হবে সুবিধা
করতে যাতায়াত
না থাকবে কেউ ঘরে বসে
পড়বে না ঋণের প্যাচরায়।।
পূর্ববর্তী:
« ভাইস্যে নিল কুলমান ঐ শুনো গো মধুর বাঁশির গান
« ভাইস্যে নিল কুলমান ঐ শুনো গো মধুর বাঁশির গান
পরবর্তী:
ভাটির চিঠি »
ভাটির চিঠি »
Leave a Reply