কাম করো জোগাও অর্থ
সততার ভান্ডারে
সম্মান স্নেহ ভালোবাসা
শ্রদ্ধা রাখো মন ভিতরে।।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে
কাজ হবে না ভবকূলে
স্বশিক্ষিত না হইলে
শিক্ষিত কে গণ্যে ধরে।।
খাঁটি মানুষ হতে হলে
ভজবি মানুষ মানুষকূলে
হইলোকের কর্মফলে
পরলোকে না ঠেকবি ওরে।।
মা বাবার সেবা কর
গিয়া গুরু চরন ধর
বড়দের সম্মান কর
সম্মান পাবি সবার তরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
জন্ম নিলে হাত পা নিয়া
মানুষ হয় না মনু মিয়া
মানুষ আচরণের ঘরে।।
পূর্ববর্তী:
« কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী
« কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী
পরবর্তী:
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় »
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় »
Leave a Reply