সবাই মানুষ বাংলাদেশে স্বাধীনতা চায়
শ্রমিক, দারিদ্র্য, ভিখারির ব্যাঘাতে দিন যায়।।
কেটে খায় মানুষ রাস্তাঘাটে
কৃষকেরা ধান কাটে
রাখাল গরু ছড়ায় মাঠে
আম বাঙালী পায়।।
কতজনে ক্লাশ ছাড়িয়ে
বিএ এম এ পাশ হয়ে
চাকরি পায় না টাকার দায়ে
পড়ে বিষম চিন্তায়।।
হিজরে নামে চিনি মোরা
জন্ম প্রতিবন্ধী তারা
স্বাধীনতা পায় না তারা
দিন কাটে ভিক্ষায়।।
বলিতে চাই গানে গানে
দেশ চলিবে সুশাসনে
শান্তি চায় সব বঙ্গগণে
দেশের কথা বলে যাই।।
সব লোকে গায় স্বার্থ কথা
শুনে লাগে জাতে ব্যাথা
আমি গাহি দেশ গাঁথা
সবাই যেন শান্তি পায়।।
কেবা নারী পুরুষ কেবা
সকলের করিয়া সেবা
জ্বালতে হবে মানব প্রভা
সোনার বাংলায়।।
মানুষ নয় জানোয়ার যেন
বাংলাদেশের মানুষগণে
থাকতে চায় না ঘোষ বিহনে
বড় বড় পদ চায়।।
বড়লোকের ছেলেপিলে
মন্দ হয় না নষ্ট হলে
তাদের ভয়ে কেউ না বলে
নষ্ট ছেলে দেখ ভাই।।
মানুষ হয়ে মানুষের ভয়
এমন যদি এদেশে রয়
ভাবিয়া নাঈমে কয়
দেশ হইবে ছারকার।।
পূর্ববর্তী:
« সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে
« সব লোকে কয় নাঈম নাহি প্রেম জানে রে
পরবর্তী:
সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে »
সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে »
Leave a Reply